Logo
Logo
×

জাতীয়

ছবি ছাড়া আঙুলের ছাপ দিয়ে এনআইডি দেওয়ার দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১০:১৭ পিএম

ছবি ছাড়া আঙুলের ছাপ দিয়ে এনআইডি দেওয়ার দাবি

মুখের ছবি না দিয়ে শুধু আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) ভিত্তিতে পর্দানশীন নারীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে মহিলা আনজুমান দরবার শরীফ রাজারবাগ। 

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মহিলা আনজুমানের মুখপাত্র শারমিন ইয়াসমিন।

প্রস্তাবিত ‘পরিচয় নিবন্ধন আইন ২০২৩’- এ যেন এনআইডির জন্য মুখচ্ছবি বাধ্যতামূলক না করা, রাষ্ট্রের সব ক্ষেত্রে যেমন অফিস-আদালত, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষার হলে অপরাধ, দুর্নীতি ও প্রক্সি রুখতে আঙুলের ছাপ দিয়ে শনাক্তকরণ/হাজিরা চালুর ব্যবস্থা করা, প্রয়োজনে কোনো নারীর চেহারা দেখাসহ কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয়, তবে পৃথক স্থানে নারী দিয়েই নারীর সহযোগিতার ব্যবস্থা করাসহ ছয় দফা দাবি তুলে ধরেন তিনি। 

মহিলা আনজুমান দরবার শরীফের বেশ কয়েকজন সদস্য সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্বাচন কমিশনও স্বীকার করেছে- ধর্মীয় কারণে ছবি তুলতে না চাওয়ায় ভোটার তালিকায় নারীর অন্তর্ভুক্তি কম। নারী-পুরুষের বিশাল এ পার্থক্য দেশে ভয়াবহ লিঙ্গ বৈষম্য বিদ্যমান নির্দেশ করে, যা নারীর অগ্রযাত্রায় বড় ধরনের বাধা। দেশের সামাজিক প্রেক্ষাপটে পর্দানশীন নারীদের উপেক্ষা করার কোনো সুযোগই নেই। নতুন পরিচয় নিবন্ধন আইনে এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাচ্ছে, তাই মহিলা আনজুমান আশাবাদী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্দানশীন নারীদের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখবে এবং তাদের ধর্মীয় অধিকার অক্ষু্ন্ণ রেখেই এনআইডি সুবিধা প্রদান করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম