Logo
Logo
×

জাতীয়

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১০:২২ পিএম

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

দেশব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রোববার মহাখালীর নিপসম অডিটরিয়ামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এর আগে সকাল ৮টা থেকে সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।

এ কর্মসূচির আওতায় সারা দেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য র্নিধারণ করা হয়েছে। দুর্গম এলাকায় এই ক্যাম্পেইন চলবে আরও তিন দিন। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ কমেছে। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্যহারে কমেছে। তবে ক্যাম্পেইনে জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না, ৬ মাসের কম, ৫ বছরের বেশি বয়সি এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম