সাংবাদিক রাব্বানী হত্যার বিচার চায় মার্কিন দূতাবাস
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১০:১১ পিএম
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার মার্কিন দূতাবাসের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
দূতাবাসের মুখপাত্র বলেন, আমরা এ ঘটনার ব্যাপক, পক্ষপাতহীন এবং স্বচ্ছ তদন্ত প্রত্যাশা করি। একই সঙ্গে সাংবাদিক নাদিমের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করি।
তিনি আরও বলেন, শারীরিক বিপদ, হয়রানি বা ভীতিহীন ভাবে সাংবাদিকরা অনুসন্ধান এবং রিপোর্ট করবেন এটাই মুক্ত সংবাদ মাধ্যম এবং গণতন্ত্রের দাবি।
জড়িতদের শাস্তি দাবি সম্পাদক পরিষদের: সাংবাদিক গোলাম রাব্বানী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ।
রোববার পরিষদের পক্ষে সভাপতি মাহ্ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান। একই সঙ্গে তারা পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, সত্যের পক্ষে লিখতে গিয়ে সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যাকাণ্ডের শিকার হওয়াটা সাংবাদিকদের নিরাপত্তাহীনতার দৃষ্টান্ত বলে মনে করে সম্পাদক পরিষদ। পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।