Logo
Logo
×

জাতীয়

ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সে ছাড়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৮:৩৫ পিএম

ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সে ছাড়

ভবনের ছাদে বাগান ফাইল ছবি

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ভবনের ছাদে বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে ছাদে বাগান করলে এর যথাযথ পরিচর্যাও করতে হবে। যেন সেখানে মশার জন্ম না হয়। তাপমাত্রা কমাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার এক সভায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সিদ্ধান্ত দেশের সব সিটি করপোরেশন এবং পৌরসভার অধীনে থাকা ভবনের ক্ষেত্রে কার্যকর হবে। 

মন্ত্রী বলেন, প্রণোদনা যেখানে দেওয়া হবে সেখানে এটি বলা থাকবে যে, যারা ছাদ বাগান করবেন তাদের বাগানে যেন মশার প্রজনন না হয়। এ শর্তে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ছাদ বাগান করার জন্য কিছু আর্কিটেকচারাল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে।

মন্ত্রী বলেন, যার যার এলাকার মেয়র আছেন, তারা সার্বিক বিষয় ঠিক করে দেবেন। এ সংক্রান্ত পরিপত্র জারি হবে, এরপর থেকেই এটি কার্যকর হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম