খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৪:৩১ পিএম
খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। সকাল ৮টটায় ভোট নেওয়া শুরু হয়।
দুই সিটি করপোরেশনের ভোট সুষ্ঠু হলেও বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে তিনিসহ দলের বেশ কিছু নেতাকর্মী আহত হন।
ফয়জুল করীমের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকশ নেতা-কর্মী শহরের দুটি স্থানে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
এছাড়া ২১নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এয়ারপোর্টে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা সড়কে বিক্ষোভ করেছে। তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। কাশিপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল রোববার পর্যন্ত প্রার্থীরা বলেছেন, ভোটের পরিবেশ ভালো আছে। আজ হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী অভিযোগ করেছেন। মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
দুই সিটির মধ্যে খুলনা সিটি করপোরেশনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন এবং বরিশাল সিটি করপোরেশনের ২ লাখ ৭৬ হাজার ২৯৪ জন।
অপরদিকে বরিশালের ভোটে হামলার ঘটনা ঘটলেও খুলনায় সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।