Logo
Logo
×

জাতীয়

বিজিবি-বিএসএফ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে বাংলাদেশ প্রতিনিধিদল 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০৬:৫১ পিএম

বিজিবি-বিএসএফ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে বাংলাদেশ প্রতিনিধিদল 

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৩তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছে।

শনিবার দুপুরে তারা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে বিএসএফ মহাপরিচালক ড. সুজয় লাল থাওসেন বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। 

রোববার সকালে নয়াদিল্লির বিএসএফ চাওলা ক্যাম্পে এ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

১৪ জুন সকালে সম্মেলনের ‘যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। একই দিনে বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম