Logo
Logo
×

জাতীয়

উন্নত বাংলাদেশ গড়তে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমরা মুক্তিযোদ্ধার সন্তান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১০:৩১ পিএম

উন্নত বাংলাদেশ গড়তে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমরা মুক্তিযোদ্ধার সন্তান

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে গণমুখী আখ্যায়িত করে স্বাগত জানিয়ে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান। পাশাপাশি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে এই গণমুখী বাজেটের জন্য ধন্যবাদ জানান। 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সভাপতিমন্ডলীর জ্যেষ্ঠ সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কমিশনার মোঃ জাইদুল ইসলাম মোল্লা, সভাপতিমন্ডলীর সদস্যবৃন্দ মো: নুরুজ্জামান ভুট্টো, এড.সাইফুল বাহার মজুমদার, এড. এনামুল হক কাজল, লুবনা খানম, বীর মুক্তিযোদ্ধার সন্তান ওসি কামরুল ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন অন্তরা, গোলাম দস্তগীর, ইঞ্জি. শাহ পরান সিদ্দিক তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি সামদানী চৌধুরী, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা টগর, দপ্তর সম্পাদক আব্দুর রউফ আনসারী, সমবায় সম্পাদক মো: বেলাল মিয়া, কেন্দ্রীয় সদস্য মো: সালাহ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ মনিরুজ্জামান সালাউদ্দিন সরকার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এড. আশরাফুল আলম। 

জঙ্গী-সন্ত্রাসবাদের নিয়ন্ত্রণ এবং উন্নয়নে ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই উল্লেখ করে তারা বলেন, তিনি দুর্নীতি ও অন্যায়ের সাথে কখনো আপোষ করেন না। সভায় তার দীর্ঘায়ু কামনা করা হয়। তারা বলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য মুক্তিযোদ্ধার সন্তানরা বলিষ্ঠ ভূমিকা পালনে অঙ্গীকারাবদ্ধ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম