Logo
Logo
×

জাতীয়

খুলনা সিটির প্রার্থীদের যে আশ্বাস দিলেন সিইসি

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ৩০ মে ২০২৩, ০৬:৩৯ পিএম

খুলনা সিটির প্রার্থীদের যে আশ্বাস দিলেন সিইসি

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সবার সমান সুযোগ থাকবে বলে আশ্বাস দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না। 

মঙ্গলবার দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশ্বাস দেন।

সিইসি বলেন, আমরা ইভিএমে ভোট করছি। ইভিএমের ফলাফল পরিবর্তনের ন্যূনতম সুযোগ নেই। ইভিএম জাদুর বাক্স বা ইভিএমে ভানুমতির খেলা হয় কি না তা আপনাদের খোঁজ নিতে হবে। এই সন্দেহ দূর করতে হবে। এই মেশিন দিয়ে কোনও রকম কারচুপির সুযোগ নেই। আমরা অনেকগুলো নির্বাচনে করেছি। এ ধরনের কোনও প্রমাণ পাইনি।

তিনি বলেন, সর্বশেষ গাজীপুর নির্বাচনেও এটা প্রমাণ হয়েছে। আপনারা প্রার্থীরা খোঁজ নিতে পারেন। কোনও ভোটারকে বাধা দেওয়া যাবে না। কোনভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না। সিসিটিভি ক্যামেরা দিয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে অনেক প্রার্থী। সবাই জিতবে না। যারা পরাজিত হবেন তাদের হাসিমুখে বিজয়ীকে মেনে নিতে হবে। সবাইকে এ পরিবেশ তৈরি করতে হবে। সবাইকে নির্বাচনী আচরণবিধি পালন করতে হবে। ভঙ্গ হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন ভোটারের অধিকার। তার অধিকারকে বিঘ্নিত করবেন না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। বক্তৃতা করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মইনুল হক, খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসানসহ ১০ জন সরকারি রিটার্নিং অফিসার।

মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মো. আব্দুল আউয়াল, জাকের পার্টির মেয়র প্রার্থী এস এম সাব্বির আহম্মেদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান।

সভায় মহানগরীর ৩১টি ওয়ার্ডের ১৩৪ জন কাউন্সিলর প্রার্থী ও ৩৯ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর বেশিরভাগই উপস্থিত ছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম