Logo
Logo
×

জাতীয়

জামিনের পুরাতন মামলার নিষ্পত্তিতে হাইকোর্টে ১০ বেঞ্চ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৯:৩৩ পিএম

জামিনের পুরাতন মামলার নিষ্পত্তিতে হাইকোর্টে ১০ বেঞ্চ

অন্তর্বর্তীকালীন জামিন (ধারা ৪৯৮) সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি করতে বৃহস্পতিবারের জন্য হাইকোর্টে ১০টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

এদিন দুপুর ২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা মোতাবেক ২০২২ সাল পর্যন্ত ফৌজদারি বিবিধ মামলার শুনানি ও নিষ্পত্তি করবেন এসব বেঞ্চ। 

বেঞ্চ গঠনে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশ প্রকাশ করা হয়।

বেঞ্চগুলো হলো- বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কেএম ইমরুল কায়েশের বেঞ্চ, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ, বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ, বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি মো. আখতারুজ্জামানের বেঞ্চ, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এবং বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম