সগিরা মোর্শেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৩, ১০:২৭ পিএম
রাজধানীর সিদ্ধেশ্বরীর সগিরা মোর্শেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১মে দিন ধার্য করেছেন আদালত।
রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলামের আদালতে এ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার সাক্ষী না আসায় আদালত সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন।
মামলাটিতে এখন পর্যন্ত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরাকে গুলি করে হত্যা করা হয়।
ওই ঘটনায় সগিরার স্বামী আব্দুস সালাম চৌধুরীর করা মামলায় নিহতের ভাসুর ডা.হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজাকে আসামি করা হয়।
২০২০ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে অভিযোগপত্রে উল্লেখ করেন,সগিরার পরিবারের সঙ্গে আসামি শাহীনের বিভেদ তৈরি হয়েছিল।এছাড়া শাশুড়ি সগিরাকে অপছন্দ করতেন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে সগিরা-শাহীনের মধ্যে দ্বন্দ্ব ছিল। সম্বোধন করা নিয়েও ছিল পারিবারিক দ্বন্দ্ব। ডা.হাসান আলী তার চেম্বারে মারুফ রেজার সঙ্গে ২৫ হাজার টাকায় হত্যার চুক্তি করেন।