Logo
Logo
×

জাতীয়

বিমানের নেপালগামী ফ্লাইটের জরুরি অবতরণ ভারতে 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৯:৫২ পিএম

বিমানের নেপালগামী ফ্লাইটের জরুরি অবতরণ ভারতে 

ফাইল ছবি

নেপালগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭১ ফ্লাইটটি ভারতে জরুরি অবতরণ করেছে। 

ঢাকা থেকে ছেড়ে যাওয়া ওই ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ভারতের জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।  

ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি নেপাল হয়ে ঢাকায় ফিরেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ভারতে জরুরি অবতরণ করেছিল। ত্রুটি মেরামত শেষে যাত্রী পরিবহণ করছে।’

জানা গেছে, বিমানের নেপালগামী বিজি ৩৭১ ফ্লাইটটি সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ভারতের জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। 

ফ্লাইটটি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে নেপালে পৌঁছানোর কথা ছিল। ফ্লাইটে ৭১ জন যাত্রী ছিলেন। একই উড়োজাহাজে নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে নেপাল থেকে ঢাকাগামী যাত্রীদের নেওয়ার কথা ছিল। 

ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটির কারণে সেই যাত্রীরা নেপালের বিমানবন্দরে অপেক্ষা করেন। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি নেপালে পৌঁছায় স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে। পরবর্তীতে সেখান থেকে ৯১ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম