Logo
Logo
×

জাতীয়

শাকিবের মামলায় আত্মসমর্পণ করে জামিন রহমত উল্লাহর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০২:৩৯ পিএম

শাকিবের মামলায় আত্মসমর্পণ করে জামিন রহমত উল্লাহর

ঢালিউড সুপারস্টার শাকিব খানের দায়ের করা চাঁদাবাজি মামলায় জামিন পেয়েছেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাকে জামিন দেন। 

সকালে রহমত উল্লাহ তার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। বেলা সোয়া ১১টার সময় শুনানি হয়। শুনানি শেষে আদালত ১০ মিনিট পর আদেশ দেবেন বলে জানান। পরে ৩০ মিনিট পর দেওয়া আদেশে তাকে জামিন দেওয়া হয়। একই আদেশে মামলাটি বিচারের জন্য মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

মামলার বাদী শাকিব খান আজ আদালতে হাজির ছিলেন না। তার পক্ষে আইনজীবী তানভীর আহমেদ তনু সময়ের আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। 

এর আগে গত ২৩ মার্চ শাকিব খান আদালতে হাজির হয়ে চাঁদাবাজির অভিযোগে রহমত উল্লাহর নামে এ মামলা করেন। আদালত ওই দিন রহমত উল্লাহর বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়ে সমন জারি করেন। 

মামলার আরজিতে শাকিব খান বর্ণনা করেছেন, তিনি ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র নায়ক। অন্যদিকে রহমত উল্লাহ একজন প্রতারক, বাটপার ও ভুয়া প্রযোজক। ২০১৬ সালের ১৯ জানুয়ারি বাংলা সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’-এ অভিনয় করতে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভারটেক্স মিডিয়া’র স্বত্বাধিকারী জানে আলমের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হন। এই ছবিতে শিবা আলী খানকে নায়িকা হিসেবে মনোনীত করা হয়। ছবির শুটিংয়ের জন্য শাকিব খান ২০১৬ সালের ৩০ আগস্ট অস্ট্রেলিয়ায় যান। শিবা আলী খান সেখানে যেতে না পারায় তার স্থলে অ্যানি রেনেসাঁ সাবরিন নামের বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিককে মনোনীত করা হয়।

শাকিব খান মামলায় অভিযোগ করেন, রহমত উল্লাহ তাকে ফাঁদে ফেলার জন্য গভীর ষড়যন্ত্র করেন। অস্ট্রেলিয়ায় একটি নামিদামি ক্লাবে রহমত উল্লাহর সঙ্গে শাকিব খান যান। সেখানে রাতে খাওয়া-দাওয়া শেষে পানিও পান করেন শাকিব খান। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় অ্যানি রেনেসাঁ সাবরিন তাকে হোটেল কক্ষে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। শাকিব যেহেতু অসুস্থ ছিলেন এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন, সে কারণে অ্যানি রেনেসাঁ সাবরিন নায়ক শাকিবকে নিয়ে হোটেলের কক্ষে যান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম