Logo
Logo
×

জাতীয়

তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০১:৪৩ পিএম

তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে

আজ দিনে ও রাতে দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

বুধবার বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহানা সুলতানা যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আবহাওয়া মেইনলি ড্রাই। সারাদেশের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিতে জানানো হয়েছে, লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান আছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামী সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে।

এছাড়া পরবর্তী ৭১ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম