Logo
Logo
×

জাতীয়

এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছেন রানা প্লাজার শ্রমিকরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১০:৫৭ পিএম

এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছেন রানা প্লাজার শ্রমিকরা

ফাইল ছবি

এক দশক পার হলেও সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত শ্রমিকরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছেন। অনেক শ্রমিক চিকিৎসার অভাবে স্থায়ী পঙ্গুত্ববরণ করেছেন। কর্মক্ষমতা হারিয়ে পঙ্গু জীবনযাপনে বাধ্য হয়েছেন অনেকে। এখন আর আহত শ্রমিকদের খোঁজ নেয় না মালিকপক্ষের কেউ, এমনকি শ্রমিক সংগঠনগুলোও।  

সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের পক্ষে ইনস্টিটিউট অফ সোশ্যাল বিজনেস (আইএসবি) পরিচালিত এক সমীক্ষার তথ্যমতে, রানা প্লাজা ধসে বেঁচে যাওয়া শ্রমিকদের মধ্যে ৫৪ দশমিক ৫ শতাংশ এখনো কর্মহীন। বেঁচে যাওয়া শ্রমিকদের শারীরিক অবস্থা কর্মসংস্থানের ক্ষেত্রে বড় বাধা। এতদিনেও বেঁচে যাওয়াদের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি।

একই দাবি করছে শ্রমিক সংগঠনগুলো। এক দশক পূর্তি উপলক্ষে সোমবার রানা প্লাজার সামনের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শ্রমিক সংগঠনগুলো ও আহত শ্রমিকরা। সংগঠনগুলোর মধ্যে উপস্থিত ছিল গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, জাতীয় গার্মেন্টস শ্রমিক লীগসহ বেশ কয়েকটি সংগঠন।

এ সময় চার দফা দাবি জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। দাবিগুলো হলো, শ্রমিকের এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, স্থায়ী পুনর্বাসন, বিনা মূল্যে আজীবন চিকিৎসা ও রানা প্লাজার মালিকের দ্রুত বিচার। 

জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, রানা প্লাজার ঘটনা পোশাক শ্রমিকদের আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। সারা দুনিয়ার কারখানার ইতিহাসে এটি বিরল ঘটনা। এ দুঃসহ স্মৃতি আমরা কখনো ভুলতে পারব না। অবিলম্বে রানা প্লাজার দোষীদের শাস্তি দিতে এবং শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে আইন বদল করতে হবে।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের (বিজিএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর পূর্ণ হলেও এখনো দোষীদের শাস্তি হয়নি, মেলেনি শ্রমিকদের সম্মানজনক ক্ষতিপূরণ। সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের কথা দিয়েও কথা রাখেনি। আহত শ্রমিকেরা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না। সরকারের কাছ থেকে যতটুকু সাহায্য পেয়েছে তা অতি সামান্য।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে বিকট শব্দে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। ভবনটিতে ৫টি পোশাক কারখানায় প্রায় ৪ হাজারের বেশি শ্রমিক কাজ করছিল। ভবন ধসের ঘটনায় প্রাণ হারায় এক হাজার ১৩৮ জন শ্রমিক। সহস্রাধিক শ্রমিক গুরুতর আহত হন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম