শোলাকিয়ায় বৃহৎ ঈদ জামাত, লাখো মুসল্লির নামাজ আদায়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১২:৪৭ পিএম
প্রতিবারের ন্যায় এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে।এতে লাখের বেশি মুসুল্লি অংশ নিয়েছেন।নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
মাঠের রেওয়াজ অনুযায়ী, বন্দুকের ফাঁকা গুলির শব্দের মাধ্যমে আজ শনিবার সকাল ১০টায় জামাত শুরু হয়।
এ জামাতে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি মহান আল্লাহর কাছে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
ঈদগাহ মাঠে লাখো মুসল্লির ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে ময়দান।
শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল ফিতরের ১৯৬তম জামাত। এতে অংশ নিতে আজ সকাল থেকে দূরদূরান্তের মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। সকাল সোয়া ৯টার দিকে মাঠ কানায় কানায় ভরে যায়।
শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় লাখো মুসল্লির সমাগম ঘটে শোলাকিয়া ঈদগাহ মাঠে।