ঈদে ফিটনেসহীন যান চলাচল বন্ধ থাকবে: আইজিপি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১০:৪৯ পিএম
ফাইল ছবি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়া হাইওয়েতে নসিমন-ভটভটির মতো যানবাহন চলাচলও বন্ধ থাকবে।
সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে সড়ক ও মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের জন্য পরিবহণ মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
যানবাহনে অতিরিক্ত যাত্রীবহন না করা, বাসের ছাদে এবং পণ্য পরিবহণকারী যানবাহনে যাত্রীবহন না করার জন্য মালিক ও শ্রমিক নেতাদের প্রতি অনুরোধ জানান আইজিপি। এ সময় অতীতের মতো এবার ঈদেও যান চলাচলে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দেবেন বলে আশ্বাস দেন পরিবহণ মালিক ও শ্রমিক নেতারা।
পরে আইজিপি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল সভায় মিলিত হন। সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম, নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহণ যানবাহন ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন নেতারা উপস্থিত ছিলেন।