Logo
Logo
×

জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের নামে প্রতিষ্ঠান করার সুপারিশ

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৯:৪০ পিএম

বীর মুক্তিযোদ্ধাদের নামে প্রতিষ্ঠান করার সুপারিশ

ফাইল ছবি

সরকারি প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ, রাস্তা, ব্রিজ, কালভার্ট, খেলার মাঠ বীর মুক্তিযোদ্ধাদের নামে চায় সংসদীয় কমিটি। এ লক্ষ্যে একটি নীতিমালা তৈরি করার সুপারিশ করেছে কমিটি। 

জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম এবং কাজী ফিরোজ রশীদ উপস্থিত ছিলেন। 

বৈঠকে রাজধানীর কাকরাইলে মুক্তিযোদ্ধা সংসদের মালিকানাধীন জমিটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মধ্যে একটি চুক্তির মাধ্যমে কমিউনিটি সেন্টার নির্মাণ করার জন্য সুপারিশ করা হয়।
 
কমিটি এর আগের বৈঠকে সারা দেশে সরকারি প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ, রাস্তা, ব্রিজ, কালভার্ট, খেলার মাঠের নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে রয়েছে তার তথ্য চেয়েছিল। 

সড়ক, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ মুক্তিযোদ্ধাদের নামে করার সুপারিশ করেছিল। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দিয়ে তালিকা দিতে বলেছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম