সরকারি কেনাকাটায় নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির তাগিদ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১০:২১ পিএম
প্রতীকী ছবি
সরকারি কেনাকাটায় নাগরিকদের ব্যাপক অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। তাহলে মানসম্মত কেনাকাটার পাশাপাশি টেকসই উন্নয়ন সম্ভব হবে। পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডার কমিটির (পিপিএসসি) ১৬তম সভায় এমন তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে সেন্টাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)। এতে সহায়তা দিয়েছে ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিআইএমএপিপিপি)।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বক্তব্য দেন পরিকল্পনা কশিমনের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম, পিআরআই’র নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর প্রমুখ।
সভায় সিপিটিইউর মহাপরিচালক মোহাম্মদ শোহেলের রহমান চৌধুরী ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের বর্ধিতকরণ এবং সাম্প্রতিক সময়ে অর্জন তুলে ধরেন। এ সময় তিনি বলেন, পিপিএসসি হলো সরকারি ক্রয় কার্যক্রমের সামগ্রিক উন্নয়নে সুপারিশ এবং নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের একটি প্ল্যাটফর্ম।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র রিসার্চ ফেলো ড. মির্জা এম হাসান সভায় সরকারি ক্রয়ে নাগরিকদের সম্পৃক্ততার মডেল তুলে ধরেন।
বিআইজিডির গবেষণা পরিচালক ড. মুন্সি সুলাইমান নাগরিক সম্পৃক্ততার প্রভাব মূল্যায়ন নিয়ে আরেকটি উপস্থাপনা করেন। তিনি জানান, বিআইজিডি ডিআইএমএপিপিপির অধীনে সিপিটিইউর নিযুক্ত পরামর্শক হিসেবে চার বছরে ৪৮টি উপজেলায় নাগরিক সম্পৃক্ততার কার্যক্রম বাস্তবায়ন করেছে।
এমএ মান্নান বলেন, চ্যালেঞ্জ থাকলেও সরকারি কেনাকাটায় জনসম্পৃক্ততার বিষয়টি গুরুত্বপূর্ণ। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে উন্নয়ন প্রকল্পে লাগানো সাইনবোর্ডগুলো সুন্দর বাংলায় লেখার পরামর্শ দেন তিনি। সেই সঙ্গে উন্নয়নের নামে বারবার ফুটপাতের টাইলস পরিবর্তন করার সমালোচনা করে তিনি বলেন, কেন কয়েক দিন পরপর রঙিন টাইলস বসাতে হবে। এর কোনো মানে নেই।
ড. শামসুল আলম বলেন, ইজিপি সরকারি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করেছে। অতীতে টেন্ডার নিয়ে খুন-খারাবির খবর পত্রপত্রিকায় আসত। এখন তেমনটি আর দেখা যায় না। ডিজিটাল বাংলাদেশের বাস্তব প্রয়োগ হচ্ছে ইজিপি সিস্টেম।
ড. আহসান এইচ মনসুর বলেন, ছোট প্রকল্পের পাশাপাশি বড় প্রকল্পেও জনসম্পৃক্ততা বাড়াতে হবে। সিটিজেন পোর্টাল মাঠপর্যায়ে তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।