অ্যানেক্স কো ভবনে এখনও আগুন-ধোঁয়া, কাজ করছে ১২ ইউনিট
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৩:২১ পিএম
বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভেনি। বঙ্গবাজারের পাশের বহুতল অ্যানেক্স কো টাওয়ার ভবনে এখনও আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস সেখানে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
বুধবার দুপুরে রাজধানীর ফায়ার সার্ভিস সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অ্যানেক্স ভবনের পাঁচ থেকে সাততলা পর্যন্ত গুদামে কাপড়চোপড় আছে। সেখানে আজ আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এখনো সেখানে কাজ করছে।
এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে দেশের সর্ববৃহৎ কাপড়ের আড়ৎ বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। এই আগুন প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীরা জানান, আদর্শ হকার্স মার্কেট, মহানগরী, বঙ্গ ও গুলিস্তান—এই চার অংশ মিলেই বঙ্গবাজার। প্রায় ২২ হাজার বর্গফুটের এই মার্কেটে ৫ হাজারের বেশি ছোট-বড় দোকান রয়েছে। ইতোমধ্যে সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ রাজধানীর ফুলবাড়িয়ার বঙ্গবাজার কমপ্লেক্সকে চার বছর আগেই অগ্নিনিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল। ১০ বার নোটিস দিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা গায়ে মাখেনি।