রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, আশপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সরঞ্জামাদি ও অ্যাম্বুলেন্সসহ ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিজিবির জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সকাল থেকেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে বিজিবি সদস্যরা।
দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক মাইন উদ্দিন জানান, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে। দুপুর ১২ টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশের সর্ববৃহৎ কাপড়ের এই আড়তে আগুনে বহু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।