Logo
Logo
×

জাতীয়

সংবাদ প্রচার করতে পারবে না আইপি টিভি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১১:২২ এএম

সংবাদ প্রচার করতে পারবে না আইপি টিভি

ইন্টারনেট প্রটোকল টেলিভিশন বা আইপি টিভিগুলোকে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার এ সংক্রান্ত এক আদেশে বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী আইপি টিভিগুলো সংবাদ প্রচার করতে পারবে না।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সরকারের এ নির্দেশ না মানলে আইপি টিভিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে।

আদেশে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আইপি টিভিগুলো কোনো রকম সংবাদ প্রচার করতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে, কোনো কোনো নিবন্ধিত বা অনিবন্ধিত আইপি টিভি এ নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে।

এর পরিপ্রেক্ষিতে নীতিমালা লঙ্ঘন করা আইপি টিভিগুলোকে সংবাদ প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম