Logo
Logo
×

জাতীয়

এমপি ছোট মনিরের বিরুদ্ধে আ.লীগ নেতাকে হত্যার হুমকির অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০১:৪৩ এএম

এমপি ছোট মনিরের বিরুদ্ধে আ.লীগ নেতাকে হত্যার হুমকির অভিযোগ

টাঙ্গালই-২ আসনের সংসদ সদস্য ছোট মনিরের বিরুদ্ধে হত্যা ও গুমের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন।

সোমবার দুপুরে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ১৪ মার্চ ঘাটাইল (পোড়াবাড়ী)- শালিয়াজানী- গোপালপুর-সরিষাবাড়ী (জগন্নাথগঞ্জ) জেলা মহাসড়ক (জেড-৪০১৭) রাস্তা ভিডিও কনভারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি নামফলক স্থাপন করা হয়। কিন্তু কয়েক মাস যাওয়ার পর সংসদ সদস্য ছোট মনির প্রধান মন্ত্রী শেখ হাসিনার নাম ফলকটি ভেঙ্গে নিজের (ছোট মনির) নামে নতুন একটি নাম ফলক স্থাপন করে যা গোপালপুরের সাধারণ মানুষ সবাই অবগত আছে। ছোট মনিরের এত বড় ধৃষ্টতার প্রতিবাদ করার কারণে তার সন্ত্রাসী বাহিনী আমাকে বিভিন্ন সময় হত্যা ও গুমের হুমকি দিয়েছে।

আমিনুল ইসলাম আমিন বলেন, ছাত্রজীবন থেকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে ছাত্রলীগের রাজনিতির সাথে যুক্ত হই। ভূয়াপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, ইব্রাহিম খা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করি। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছি। 

বর্তমান ভূয়াপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য পদে থেকে তৃণমূল আওয়ামী লীগের রাজনিতিকে সুসংগঠিত করে যাচ্ছি। বর্তমানে নিজ দলের সংসদ সদস্য ছোট মনির এবং তার সন্ত্রাসী বাহীনির প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় হয়রানীর স্বীকার হয়ে পরিবার পরিজনসহ আতঙ্কে দিনানিপাত করছি।

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। তিনি আরো অভিযোগ করেন, এমপি ছোট মনির শুধু আমাকে হয়রানী করেই ক্ষান্ত হয়নাই। ভূয়াপুরের উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ, ভূয়াপুরের তিনবারের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত মেয়র মাসুদুল হক মাসুদ প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী গরীব অসহায়দের কম্বল বিতরণ করতে গেলে ছোট মনিরের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী আমিসহ একজন বীর মুক্তিযোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে গুলি, দেশীয় অস্ত্র দ্বারা গাড়ী ভাংচুর ও কয়েকটি মোটরসাইকেল ছিনতাইসহ সাংবাদিক এবং দলীয় নেতা কর্মীদের গুরুতর আহত করে। তবে এ বিষয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নেননি বলে জানান তিনি। গত ৩ মার্চ ছোট মনিরের নির্দেশে ভুয়াপুর থানায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় বলে দাবি করেন তিনি। 

এছাড়া তিনি অভিযোগ করেন, গোবিন্দাসী ঘাটে তার বৈধ বালুঘাট যেখানে ২শ পরিবারের কর্মসংস্থান ছিল তা ছোট মনিরের সন্ত্রাসী বাহীনি দখল করে নিয়েছে।

আপনাকে কেন হুমকী দেয় জানতে চাইলে তিনি বলেন, ছোট মনির ও তার সন্ত্রাসী বাহিনীর অপকর্মের প্রতিবাদ করায় তারা আমার উপর ক্ষুব্ধ। হত্যা ও গুমের হুমকির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, শুধু আমি না, ছোট মনিরের ভয়ে কেউ থানায় যেতে চায় না। তার বিরুদ্ধে অনেকেই বলতে চায়, কিন্তু ভয়ে বলে না। আজকে সংবাদ সম্মেলন করায় নিজের প্রাণনাশ ও পরিবার ক্ষতিগ্রস্থ হবার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে এমপি ছোট মনির বলেন, অভিযোগকারী কিছুটা মানসিকভাবে অসুস্থ। আমার বিরুদ্ধে হত্যা ও গুমের হুমকির অভিযোগ আনা হয়েছে, সে প্রমাণ দিতে পারবে না।

তিনি বলেন, সে আমারই লোক ছিল। তাকে চালিয়েছি। সে মনোনয়ন না পেয়ে ২ বার আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছে। ২ বার বহিস্কার হয়েছে। তাকে নির্বাচন করতে না করেছিলাম। হেরেছে, হারার পর থেকে সে উল্টাপাল্টা করছে।

তিনি বলেন, আমিনকে টাকা দিলে যে কারো বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে পারে। জাতীয় নির্বাচনের আর কয়েক মাস বাকি, স্বার্থান্বেষী মহল সুনাম ক্ষুন্ন করতে কাজ করছে। আমিনকে কেউ টাকা দিয়ে এগুলো করাচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
 

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম