Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশে সংবাদকর্মীদের ওপর সহিংসতা-ভীতি প্রদর্শনে ১২ দেশের উদ্বেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০২:৫০ পিএম

বাংলাদেশে সংবাদকর্মীদের ওপর সহিংসতা-ভীতি প্রদর্শনে ১২ দেশের উদ্বেগ

মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের লোগো

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২ দেশ বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। দেশগুলো মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) সদস্য। সংগঠনটির পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে এমএফসি বলেছে, প্রথম আলো ও ঢাকা ট্রিবিউনসহ বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন। 

এতে আরও বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের নির্বাচনের সংবাদ সংগ্রহের সময়ে সাংবাদিকদের ওপর হামলা, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের ফটো সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবরে আমরা উদ্বিগ্ন। 

বিবৃতিতে প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।

বৈশ্বিক এ সংগঠনটির সদস্য হিসেবে বিবৃতিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো— যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফ্রান্স, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম