Logo
Logo
×

জাতীয়

নাজিরপুরে কলেজছাত্রী লামিয়া হত্যার বিচার দাবি

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৭:০৬ পিএম

নাজিরপুরে কলেজছাত্রী লামিয়া হত্যার বিচার দাবি

পিরোজপুরের নাজিরপুরে কলেজছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠী ও স্থানীয়রা। 

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ গেটে মানববন্ধনে সভাপতিত্ব করেন সরকারি বঙ্গমাতা কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার। মানববন্ধনে অংশ নেন উপজেলা সদরের সরকারি বঙ্গমাতা মহিলা কলেজ, নাজিরপুর ডিগ্রি কলেজ, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, নিহত লামিয়ার সহপাঠীরা ও স্থানীয়রা। 

বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদের সদস্য  সুলতান মাহমুদ খান, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস, নিহত লামিয়ার মা রাজিয়া বেগম, খালা সাবিনা ইয়াছমিন, সহপাঠী আছিয়া আক্তার প্রমুখ। 

জানা গেছে, উপজেলার চিথলিয়া গ্রামের নজরুল ইসলামের কন্যা ও উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী লামিয়া আক্তারের সঙ্গে গত ৮ বছর ধরে প্রেমের সম্পর্কের জেরে একই গ্রামের মিজান খানের ছেলে তরিকুলের বিয়ে হয়। 

বিয়েতে তরিকুলের পরিবার রাজি না থাকায় লামিয়া তার বাবার বাড়িতেই থাকতেন। গত ৬ নভেম্বর লামিয়া নিঁখোজ হন। এ ঘটনায় লামিয়ার মা বাদী হয়ে স্বামী তরিকুল ইসলামকে প্রধান করে ৯ জনের নামে মামলা করেন।

গত ১৩ মার্চ উপজেলার সদর ইউনিয়নের পতিলাখালী গ্রামের মান্নান শিকদারের বাড়ি তৈরির জন্য রাখা বালুর ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। কঙ্কালটি নিঁখোজ কলেজছাত্রী লামিয়া আক্তারের বলে দাবি করেন পরিবার।

গত ১২ মার্চ রাতে নিহত লামিয়ার বাড়ির সিঁড়ির উপর পাওয়া একটি চিরকুটের ভিত্তিতে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত লামিয়া হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি তার স্বামী তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম