Logo
Logo
×

জাতীয়

ইরানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১০:৪২ পিএম

ইরানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম

মঞ্জুরুল করিম খান চৌধুরী

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীকে ইরানের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকারের স্থলাভিষিক্ত হবেন। আর মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন মো. মনোয়ার হোসেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা মঞ্জুরুল করিম খান চৌধুরী ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পেশাদার কূটনীতিক হিসেবে তিনি লন্ডন, ইস্তাম্বুল, রোম ও বন্দর সেরি বেগাওয়ানে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জনের পর রোমের ইউনিভার্সিটি লা সাপিয়েনজা থেকে ভূরাজনীতি এবং বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম