Logo
Logo
×

জাতীয়

আন্তর্জাতিক নারী দিবসে পোশাক শ্রমিক সংগঠনের মানববন্ধন-সমাবেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১১:১৩ পিএম

আন্তর্জাতিক নারী দিবসে পোশাক শ্রমিক সংগঠনের মানববন্ধন-সমাবেশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন পোশাক শ্রমিক সংগঠনের নেতারা। তারা বলেন, নারীর নিরাপত্তা ও জীবনমানের স্থায়ী উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সেই সঙ্গে কর্মপরিবেশ উন্নত করা এবং পাওয়া পরিশোধনসহ নানা দাবি তুলে ধরেন শ্রমিকরা। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব কর্মসূচি পালন হয়েছে। এতে অংশ নেন ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ লেবার ফেডারেশনের নারী কমিটি, রেডিমেট গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশন এবং জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় মহিলা কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। 

বক্তারা বলেন, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে এগিয়ে চলেছি। আবিষ্কার ও প্রযুক্তির বিশ্বে সমতাভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ই এবারের অঙ্গীকার। প্রযুক্তির বলয়ে হরেক অপরাধ প্রবণতা এবং নারীদের বিভিন্নভাবে বিপদে, ফাঁদে ফেলার অপতৎপরতা দেখা যাচ্ছে।

এসব বিষয়ে অপরাধ চক্রকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী সমাজকে নিশ্চিত ও স্বস্তিকর জীবন যাপনে উদ্বুদ্ধ করতে আইনি কার্যক্রম জোরদার জরুরি। এছাড়া নারীদের সম্পত্তিতে সমঅধিকার নিশ্চিত করা দরকার। 

বক্তারা বলেন, নারীর নিরাপত্তা ও জীবনমানের স্থায়ী উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন কখনই সম্ভব নয়। দেশের এই বিশাল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করতে গেলে নারীর নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। 

নারীর জন্য অনুক‚ল পরিবেশ নিশ্চিত করা না গেলে নারীর সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটবে না। ফলে বিঘ্নিত হবে দেশের সামগ্রিক উন্নয়ন। এজন্য গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা ঘোষণা, নারীর ওপর সব ধরনের সহিংসতা-নির্যাতন বন্ধ, আইএলও কনভেনশন ১৯০ ও ১৮৯ অনুস্বাক্ষর ও বাস্তবায়ন, মাতৃত্ব কল্যাণ ছুটি ৬ মাসের আইন, সমাজ ও রাষ্ট্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত, কর্মক্ষেত্রে লিঙ্গ সংবেদনশীল পরিবেশ গড়ে তুলতে হবে। 

সমাবেশে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক খাদিজা রহমান, সুইটি, ফরিদ উদ্দীন, রোজিনা আক্তার সুমি, রায়েবা ইসলাম, সাথী বেগম, তাহেরুল  ইসলাম প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম