Logo
Logo
×

জাতীয়

আবারও করোনায় আক্রান্ত পলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৩ পিএম

আবারও করোনায় আক্রান্ত পলক

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  

সোমবার সকালে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী তার স্ট্যাটাসে লিখেন, মন্ত্রিপরিষদের সভায় অংশ নিতে করোনা পরীক্ষা করা হলে তার ফলাফল পজিটিভ আসে।  আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম।  নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে।  বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।

তিনি আরো লিখেন, বিগত কয়েক দিন যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদেরও করোনা পরীক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। 
এর আগে গত বছরের জানুয়ারিতে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন পলক।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম