Logo
Logo
×

জাতীয়

নভোএয়ারের বরিশাল রুটে ফ্লাইট শুরু ১ মার্চ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৮ পিএম

নভোএয়ারের বরিশাল রুটে ফ্লাইট শুরু ১ মার্চ 

নভোএয়ার ১ মার্চ থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে। এই রুটে একমুখী (ওয়ানওয়ে) সর্বনিম্ন ভাড়া ২৮০০ টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, যাত্রী সংকটের কারণে গত বছরের ১ আগষ্ট থেকে বরিশাল রুটে নভোএয়ার ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রাখে।

নভোএয়ার প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে।  

ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া প্রতি সপ্তাহে ১ দিন যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম