পশ্চিমবঙ্গে বাংলাদেশি মালবাহী জাহাজডুবি, ৯ ক্রু জীবিত উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বাংলাদেশের একটি মালবাহী জাহাজের আংশিক ডুবে গেছে। একটি মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের পর শনিবার এ দুর্ঘটনা ঘটে।
ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসছিল। ঘটনাস্থল থেকে নয় ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতীয় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) এক কর্মকর্তা হুগলি নদীতে বাংলাদেশি মালবাহী জাহাজের ডুবে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, শনিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনা জেলার নিশ্চিন্তপুরে দুই জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বাংলাদেশি ওই জাহাজের একজন প্রতিনিধি টেলিগ্রাফকে বলেছেন, জাহাজের একাংশ ডুবে গেছে। এর ফলে জাহাজের ইঞ্জিন রুমেও পানি ঢুকে পড়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উল্টো দিক থেকে আসা একটি জাহাজ বাংলাদেশি পন্যবাহী জাহাজটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এর ফলেই ডুবতে শুরু করে বাংলাদেশি জাহাজটি।
পুলিশ জানিয়েছে, মৎস্যজীবীদের সহযোগিতায় বাংলাদেশি পণ্যবাহী জাহাজ থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে।
ওই জাহাজটির নাম এম ভি রাফসান হাবিব–৩। ভোরে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশি জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হলে মালামাল বোঝাই থাকায় সেটি ধীরে ধীরে ডুবতে শুরু করে।
শনিবার কলকাতার খিদিরপুর বন্দর থেকে ছাই নিয়ে হুগলি নদীর পথ ধরে নামখানা হয়ে তারপর বাংলাদেশে পৌঁছার কথা ছিল জাহাজটির।
এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কুলপি থানা পুলিশ। পলাতক জাহাজের খোঁজ চালাচ্ছেন তারা।