Logo
Logo
×

জাতীয়

কেরানীগঞ্জে কলকারখানায় ৪৮ ভাগই শিশুশ্রমিক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম

কেরানীগঞ্জে কলকারখানায় ৪৮ ভাগই শিশুশ্রমিক

ঢাকার কেরানীগঞ্জের ৭ হাজার ৫০০ কলকারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কাজ করেন। এর মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার শিশুশ্রমিক রয়েছে। অর্থাৎ প্রায় ৪৮ শতাংশ শিশুশ্রমিক রয়েছে সেসব কলকারখানায়। ৯৫ ভাগ কারখানায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে শিশুরা কাজ করে। 

রাজধানীর বাংলামোটরে বৃহস্পতিবার সাংবাদিকের সঙ্গে বিএলএফের মতবিনিময়ে এসব তথ্য উঠে আসে। এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন-বিএলএফ। লেবার রাইটস সাংবাদিক ফোরামের সদস্যরা এ আলোচনায় অংশ নেন।

মতবিনিময় সভায় বিএলএফের পক্ষ থেকে কেরানীগঞ্জের স্থানীয় পোশাক প্রস্তুতকারী কারখানার পটভূমি, শিশুশ্রমের বর্তমান চিত্র এবং শিশুশ্রম নিরসনে সরকার অনুমোদিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। 

সেখানে বলা হয়- কেরানীগঞ্জের ২৮৫টি ভবনে এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ৫ জন থেকে ৫০ জন পর্যন্ত শ্রমিক রয়েছেন ওই সব কলকারখানায়। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিশুরা ৫ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত বেতন পায়। অনেক শিশু শুধু তিনবেলা খাবার পায়।
 
বিএলএফের নিজস্ব জরিপে তারা দেখতে পেয়েছেন- অভাব, বাবা-মায়ের অসচেতনতা, পরিবারের অবাধ্য হওয়া, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়া, বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের কারণে অসহায় হয়ে পড়া শিশুরা তাদের লেখাপড়া ও খেলার বয়সে কলকারখানায় যুক্ত হয়ে পড়েছে। 

মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন- বিএলএফের চেয়ারম্যান আব্দুস সালাম খান, বিএলএফের মহাসচিব জেডএম কামরুল আনাম, লেবার রাইটস সাংবাদিক ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের বাংলা বিভাগের প্রধান রুহুল আমিন জ্যোতি প্রমুখ।


 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম