Logo
Logo
×

জাতীয়

ঢাকায় নতুন সব বিল্ডিং হবে ভূমিকম্প সহনীয়: রাজউক চেয়ারম্যান

Icon

মতিন আবদুল্লাহ ও তাওহীদ মাহমুদ

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪০ পিএম

ঢাকায় নতুন সব বিল্ডিং হবে ভূমিকম্প সহনীয়: রাজউক চেয়ারম্যান

রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা। ছবি: যুগান্তর

ঢাকায় নতুন সব বিল্ডিং হবে ভূমিকম্প সহনীয় হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।

বুধবার যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসে যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। 

রাজউক চেয়ারম্যান বলেন, রাজউকের কাছে ঢাকা মহানগরীর মানুষের কাছে যে প্রত্যাশা সেই পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি। আমাদের নতুন পদক্ষেপগুলো আশা করি মানুষের প্রত্যাশার কাছাকাছি যাবে। ভূমিকম্প নিয়ে আমরা কাজ করছি।  ভূমিকম্প নিয়ে যেসব দফতর কাজ করে সবাইকে নিয়ে আমরা কর্মপরিকল্পনা করছি। 

এ বিষয়ে আগামী সপ্তাহে কর্মশালা হবে। সেই কর্মশালা (২৬ ফেব্রুয়ারি) থেকে যে পরামর্শসমূহ আসবে এই নগরবাসীর জন্য দুর্যোগের সময়ে সেই কর্মশালা থেকে সবাইকে নিয়ে ওয়ার্ক প্ল্যান করে আগাব। নতুন করে যেসব বিল্ডিং এই শহরে হবে সেগুলো দুর্যোগ সহনীয় হবে। 

তিনি বলেন, নতুন কোনো বিল্ডিং যাতে ঝুঁকিপূর্ণ হিসেবে গড়ে না ওঠে সেজন্য আমরা খুবই সজাগ। আমাদের লোকজন একদম রুট লেভেল পর্যন্ত গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে এবং করবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম