Logo
Logo
×

জাতীয়

আমি আর এখন আগের হিরো আলম নেই 

Icon

মানিক রাইহান বাপ্পী

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪১ পিএম

আমি আর এখন আগের হিরো আলম নেই 

সঙ্গীতের ভিডিও, মডেলিং, হাস্য-রসাত্মক অভিনয় ও গায়ক হিসেবে দর্শকদের মধ্যে আলোচনা-সমালোচনায় বহুল উচ্চারিত নাম হিরো আলম। তার বিভিন্ন সময়ের বিতর্কিত কিছু গান ও নাচ ব্যাপক হাসির খোরাক জোগাত দর্শকদের। 


শুধু তাই নয়, তার কিছু গান, মুভি নিয়ে হাসাহাসির পাশাপাশি ব্যাপকভাবে ট্রল করত দর্শকরা। তবে নির্বাচনে অংশ নিয়ে দর্শক ও অনুরাগীদের মাঝে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি বগুড়ার দুটি আসন থেকে নির্বাচন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ১ ফেব্রুয়ারির নির্বাচনে একটি আসনে তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে যান। এরপর হয়ে উঠেন টক অব দ্য কান্ট্রি। তাকে নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে।

হিরো আলমের কাছে জানতে চাওয়া হয় বর্তমানে কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবেন কিনা। এমন প্রশ্নে যুগান্তরকে তিনি জানিয়েছেন, আগের কিছু গান ও নাচ নিয়ে মানুষ হাসাহাসি বা ট্রল করেছে। এ বিষয়ে আমি অবগত। তবে এখন আমি আগের হিরো আলম নেই। এগুলো ছেড়ে দিয়েছি কিন্তু ছেড়ে দিলেও আগের ভিডিওগুলোই কিছু মানুষ বারবার শেয়ার দিয়ে আমাকে ট্রলের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, নতুন করে কোনো হাস্যকর বা তুচ্ছতাচ্ছিল্য হয় এমন গান, সিনেমা, মডেলিং করব না। এখন থেকে যে কাজই করি না কেন কাজটি মানসম্মত করব। 
হিরো আলম আরও বলেন, ইতোমধ্যে কাজের অনেক পরিবর্তন এনেছি। হাস্যকর, তুচ্ছতাচ্ছিল্য করবে মানুষ এমন কাজ তো করবই না। বরং মানুষের যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা ধরে রাখার জন্য সব সময় ভালো কাজের মধ্যে থাকব।  

কিভাবে নিজেকে বদলালেন- এমন প্রশ্নে হিরো আলম যুগান্তরকে বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আমি ধৈর্য ধরেছি। মানুষ একসময় আমি কোনোকিছু করলেই তুচ্ছতাচ্ছিল্য করত, গালি দিত— এটা আমি বুঝতে পারতাম; তারপরও লেগে থাকতাম। তবে আমি বিশ্বাস করতাম, শত্রুরাও আমাকে বুকে টেনে নেবে। মানুষের ভুল ভাঙবে। সেটা ভেঙেছে। আগামীতে আরও ভাঙবে।

ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্বেও পরাজয়ের কারণ কি হতে পারে এমন প্রশ্নে হিসেবে হিরো আলম যুগান্তরকে বলেন-আমি প্রত্যাশার থেকেও বেশি ভোট পেয়েছি। ভোটের মাঠে এবার জনগণ যাওয়ার কথা ছিল না। আমার জন্য শুধু ভোট কেন্দ্রে গিয়েছিল ভোটাররা। আমি না দাঁড়ালে ভোট কেন্দ্রে এত লোক কখনই উপস্থিত হতো না। আমি কিন্তু ভোটে হারিনি, তবে ফলাফলে হারিয়েছে সরকার। নির্বাচনে কোনোভাবে আমাকে পেছনে ফেলতে না পেরে ফলাফল পরিবর্তন করে হারিয়েছে আমাকে।

ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে হিরো আলম যুগান্তরকে বলেন, এ রকম মারধর করে নির্বাচন হলে অংশ নেওয়া আর না নেওয়া সমান। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচণে অংশ নেওয়ার পরিকল্পনা আছে। সময়সাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের বিরুপ মন্তব্যর ব্যপারে হিরো আলম যুগান্তরকে বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দুজনই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। দুই দলই মানুষ হিসেবে মূল্যায়ন করেনি আমাকে। কোনো রাজনীতিবিদ কাউকে ছোট করে কথা বলতে পারেন না। তারা এলিট শ্রেণির লোকদের সম্মান করে, কিন্তু নিম্নশ্রেণির লোকদের সম্মান করে না; কিন্তু তারা নিম্নশ্রেণির মানুষদের সমর্থন নিয়েই তো নেতা হয়েছে। এটা ভুলে গেছে।

সিলেটের উপহারের গাড়ির বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, গাড়িটি যে ফিটনেসবিহীন ও কাগজপত্রের ঝামেলা ছিল এটা আগে জানতাম না। তবে উপহারের জিনিস নষ্ট হলেও সেটা উপহার। ওই গাড়িতে পাঁচ লাখ টাকা খরচ হলেও ঠিক করে জনসেবার জন্য অ্যাম্বুলেন্স বানাব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম