Logo
Logo
×

জাতীয়

যমুনা ইলেকট্রনিক্সে সঙ্গে আরএসি মালিক শ্রমিক কল্যাণ পরিষদের মতবিনিময়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৬ পিএম

যমুনা ইলেকট্রনিক্সে সঙ্গে আরএসি মালিক শ্রমিক কল্যাণ পরিষদের মতবিনিময়

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের সঙ্গে বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার (আরএসি) মালিক শ্রমিক কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে যমুনা ফিউচার পার্কে যমুনা গ্রুপের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা, সহ-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক এতে অংশ নেন।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পক্ষে হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর ব্রান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. সেলিম উল্লাহ, কর্পোরেট সেলস ডিরেক্টর মো. জিয়াউদ্দিন রিপন এবং সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় সভায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পণ্যের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি পণ্যের গুণগতমান সম্পর্কে ধারণা দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সর্বোচ্চ মানসম্মত পণ্য তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার তৈরির বিষয়েও ধারণা দেওয়া হয়।

মতবিনিময় সভায় ২৪ ফেব্রুয়ারি পূর্বাচল ‘সী শেল পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে’ দিনব্যাপী প্রীতিভোজ ও পরামর্শ সভার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সারা দেশের প্রায় ৫ হাজার সদস্য অংশ নেবেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম