Logo
Logo
×

জাতীয়

ঢাকায় ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বার্ষিকী অনুষ্ঠিত 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪১ পিএম

ঢাকায় ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বার্ষিকী অনুষ্ঠিত 

ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বার্ষিকী (জাতীয় দিবস) শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। 

হোটেল রয়েল প্যারাডাইসে অনুষ্ঠিত হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকবৃন্দও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এছাড়া চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, স্পেন, থাইল্যান্ড, জাপান, পাকিস্তান, ওমান, কুয়েত, লিবিয়া, উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান, শ্রীলংকা, ব্রুনাই, নেপাল, রাশিয়া, আলজেরিয়া, কাতারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, ব্যবসায়ী, দলীয় প্রতিনিধি, সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট ব্যকিবর্গ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।  তিনি এই ৪৪ বছরে ইরানের অগ্রগতি এবং ইরানের অর্জন সম্পর্কেও কথা বলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম