Logo
Logo
×

জাতীয়

জিপিএ-৫ পেলেন আরচার দিয়া

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৪ পিএম

জিপিএ-৫ পেলেন আরচার দিয়া

লক্ষ্যভেদের খেলার মতো পড়ালেখাতেও চ্যাম্পিয়ন দেশসেরা অন্যতম তীরন্দাজ দিয়া সিদ্দিকী। বুধবার প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার ফল। সেখানেই দিয়া পেয়েছেন জিপিএ-৫। বাংলা ও ইংরেজিতে এ এবং অন্য পাঁচ বিষয়ে পেয়েছেন এ প্লাস। 

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন দিয়া। টোকিও অলিম্পিকের আরচারিতে মেয়েদের রিকার্ভ এককে চূড়ান্ত পর্বে খেলেছিলেন দিয়া। 

এদিকে দেশের জাতীয় নারী ফুটবল দলের তিন ফুটবলারও এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন। তারা হলেন- ডিফেন্ডার আঁখি খাতুন, শামসুন্নাহার সিনিয়র, ঋতু পর্ণা চাকমা। এই তিন ফুটবলার এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আঁখি ও ঋতু এ গ্রেড পেয়ে পাশ করেছেন। সাফ অনুর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলছেন রেহানা। এইচএসসি পাশ করেছেন তিনিও। তার ফলাফলও এ গ্রেড। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম