কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেলের নতুন পরিচালক ডা. হেলাল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৭ পিএম
ডা. মো. হেলাল উদ্দিন। ফাইল ছবি
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. হেলাল উদ্দিন। এর আগে তিনি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ শাখা) সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জের পরিচালক হিসেবে বদলি/পদায়ন করা হলো।
এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. মো. হেলাল উদ্দিন যুগান্তরকে বলেন, কিশোরগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে আমি আমার হাসপাতালে ৩টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেব। হাসপাতালে চিকিৎসক-নার্সসহ চিকিৎসা সংশ্লিষ্ট কর্মীদের সঠিক সময়ে উপস্থিত নিশ্চিত করব, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেব, ২৪ ঘণ্টাই সবধরণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নাইট শিফট চালু করব।
তিনি বলেন, হাসপাতাল সম্পর্কে সাধারণ মানুষের মনে কিছু নেতিবাচক ধারণা আছে, আমি সেটা জানি। এ ধারণা পরিবর্তনে আপ্রাণ চেষ্টা করব।
প্রসঙ্গত, ডা. হেলাল উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে (এম-২১ ব্যাচ) এমবিবিএস পাস করেন। এরপর তিনি ১৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। পরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, নরসিংদী জেলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আবারও তিনি স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সিডিসি) এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ডা. হেলালের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রৌহা এলাকায়।