Logo
Logo
×

জাতীয়

গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১০:৫২ পিএম

গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের

দেশের সব সরকারি হাসপাতালে আগামী মার্চ মাস থেকে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস বা প্রাতিষ্ঠানিক রোগী দেখা চালু করার সরকারের সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যায়িত করেছেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের নেতারা। 

সোমবার সংগঠনটির আহবায়ক ফয়জুল হাকিম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা হারুন অর রশিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা রওশন আরা, জনস্বাস্থ্য সংগঠক অনুপ কুন্ডু ও সামিউল আলম এক বিবৃতিতে এ দাবি করেন। 
 
বিবৃতিতে নেতারা বলেন, বিশ্বব্যাংক আইএমএফের প্রেসক্রিপশন বাস্তবায়ন ও স্বাস্থ্য ব্যবসায়ীদের খেদমতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে জনগণকে চিকিৎসা প্রদানের সেবা ব্যবস্থাকে খর্ব করে বর্তমান সরকার ইউজার ফি চালু করেছে। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে ফি দিয়ে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসকদের প্র্যাকটিস করতে দিয়েছে। এখন সমগ্র রাষ্ট্রীয় চিকিৎসাসেবা খাতকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিতে চলেছে।

সরকারের এ সিদ্ধান্ত দেশের শ্রমজীবী ও নিম্নবিত্তের মানুষের দুর্দশা বৃদ্ধি করবে, বিনামূল্যে চিকিৎসকদের প্রেসক্রিপশন লাভে বঞ্চিত করবে।

বিবৃতিতে ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের নামে রাষ্ট্রীয় চিকিৎসাসেবা খাতকে ক্রমান্বয়ে বেসরকারিকরণ করার গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়া ও জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তুলতে দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির প্রতি, জনদরদী চিকিৎসক-স্বাস্থ্যসেবা কর্মীদের প্রতি আহবান জানানো হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম