Logo
Logo
×

জাতীয়

নির্মাণসামগ্রীর দাম বাড়ায় ঠিকাদাররা উন্নয়ন কাজ ফেলে রেখেছেন: প্রাণিসম্পদমন্ত্রী

Icon

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৬:০৩ পিএম

নির্মাণসামগ্রীর দাম বাড়ায় ঠিকাদাররা উন্নয়ন কাজ ফেলে রেখেছেন: প্রাণিসম্পদমন্ত্রী

নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় অনেক ঠিকাদার উন্নয়ন কাজ ফেলে রেখেছেন। ফলে অনেক উন্নয়ন কাজ দৃশ্যমান হচ্ছে না বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।  

শুক্রবার সকালে স্বরূপকাঠির আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি ঠিকাদারদের বুঝিয়ে শুনিয়ে আগামী নির্বাচনের আগেই দরপত্র আহ্বান করা কাজগুলো যাতে বাস্তবায়ন করা যায়। তাহলে প্রত্যন্ত এলাকার মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন। 

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাখ্যা দিয়ে আগামী নির্বাচনে জনগণকে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ, জলাবাড়ি ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Document
Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম