Logo
Logo
×

জাতীয়

কুয়াশায় ঢাকার ৭ ফ্লাইট গেল কলকাতায়, একটি মিয়ানমারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১২:৪৬ পিএম

কুয়াশায় ঢাকার ৭ ফ্লাইট গেল কলকাতায়, একটি মিয়ানমারে

ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সাতটি কলকাতায় এবং একটি মিয়ানমারের ইয়াঙ্গুনে গিয়ে নেমেছে।

রোববার ভোরে কুয়াশার কারণে শাহজালালের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ঢাকামুখী আটটি ফ্লাইট নামতে না পেরে ফিরে যায়। বিলম্বিত হয় আরও সাতটি ফ্লাইট।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকার ওপর চক্কর দিয়ে ঘুরে যাওয়া ফ্লাইটগুলোর মধ্যে সালাম এয়ার, কুয়েত এয়ার, এয়ার অ্যারাবিয়া, জাজিরা এয়ারলাইনস, গালফ এয়ার, মালিন্দো ও বাংলাদেশ বিমানের সাতটি ফ্লাইট কলকাতা নেমেছে। এয়ার এশিয়ার একটি ফ্লাইট নেমেছে ইয়াঙ্গুনে।

ঢাকা থেকে উড়তে যে ফ্লাইটগুলোর দেরি হয়েছে, তার মধ্যে রয়েছে— ওমান এয়ার, বিমান বাংলাদেশ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইনস সৌদিয়া এয়ারলাইনস, হিমালয়া এয়ারলাইনস ও ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজ।

ঘন কুয়াশা থাকায় গত কয়েক দিন ধরেই রাতে ও সকালের দিকে ঢাকায় ফ্লাইট ওঠানামা ব্যাহত হচ্ছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম