ঢামেক হাসপাতালের উপাধ্যক্ষ ডা. আব্দুল হানিফ টাবলু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ১১:০১ পিএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু। একই হাসপাতালের নিওনেটাল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই চিকিৎসককে সম্প্রতি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে ঢামেক হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা এ প্রজ্ঞাপন বাতিলের জন্য সরকারের কাছে অনুরোধ করেন; যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
ডা. আব্দুল হানিফ টাবলু বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল খুবই ভালো। প্রজ্ঞাপন জারি হওয়ার পরও ওখানে যোগদান করিনি। ওখানে নিওনেটাল সার্জারি বিভাগ নেই। তাছাড়া ঢামেক হাসপাতালে থাকলে তিনি শত শত রোগীর অনায়াসে সার্জারি করতে পারবেন। তিনি তার এ পদোন্নতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে ডা. আব্দুল হানিফ টাবলু উপাধ্যক্ষ হিসেবে যোগদানের পর বুধবার রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ঢামেক হাসপাতালে কর্মরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।