Logo
Logo
×

জাতীয়

মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০২:১৪ এএম

মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ

অভিযুক্ত সভাপতি তামান্না

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে রোববার মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠেছে ঢাকার ইডেন মহিলা কলেজ। 

জানা গেছে, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস কয়েকদিন আগে গণমাধ্যমে কথা বলেন।

তিনি অভিযোগ করেন, সভাপতি সাধারণ সম্পাদক চাঁদাবাজি ও সিট বাণিজ্যের সঙ্গে জড়িত। 

এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলায়, রোববার মধ্যরাতে সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করে কলেজের হল থেকে বের করে দেওয়া হয়। এরপরই কলেজে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

তবে মারধরের অভিযুক্ত সভাপতি-সাধারণ সম্পাদকের বক্তব্য পাওয়া যায়নি৷

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম