Logo
Logo
×

জাতীয়

নির্বাচন কমিশনের নিবন্ধন পেল ১১৯ পর্যবেক্ষক সংস্থা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০১৮, ১২:০৮ পিএম

নির্বাচন কমিশনের নিবন্ধন পেল ১১৯ পর্যবেক্ষক সংস্থা

ফাইল ছবি

নির্বাচন কমিশনের পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেয়েছে ১১৯টি সংস্থা। এসব সংস্থা আগামী জাতীয় সংসদসহ সব ধরনের নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ পাবে। এসব সংস্থার নিবন্ধন মেয়াদ হবে পাঁচ বছর অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত। 

মঙ্গলবার এ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন-সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান। 

বুধবার এ সংস্থাকে নিবন্ধন পাওয়ার বিষয়টি জানিয়ে দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্রে তথ্য জানা গেছে, যাচাই-বাছাই, অভিযোগ বা আপত্তি নিষ্পত্তি শেষে এসব সংস্থাকে নিবন্ধন দেয়া হয়েছে। এর আগে নিবন্ধনের জন্য নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করে ইসি। নির্দিষ্ট সময়ে ১৯৯ সংস্থা নিবন্ধনের জন্য আবেদন করে। সেখান থেকে ১২০টি সংস্থাকে প্রাথমিকভাবে মনোনয়ন করে ইসি। সেখান থেকে ১১৯টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেয় ইসি। 

আরও জানা গেছে, ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে আরপিও-১৯৭২ সংশোধন করে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। নবম সংসদ নির্বাচনের সময় প্রথমবারের মতো পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে পর্যবেক্ষক নীতিমালাও তৈরি করা হয়। এরপর ২০১০ সালে নীতিমালা সংশোধন করে তৎকালীন এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন পর্যবেক্ষকদের নিবন্ধনের মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করে। সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন কমিশন ১৩৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করে। পরে ২০১৩ সালে নিবন্ধন নীতিমালা সংশোধন করে ১২০টি সংস্থাকে তালিকায় অন্তর্ভুক্ত করে কমিশন। যাদের পাঁচ বছর মেয়াদকাল ২০১৬ সালের জানুয়ারি শেষ হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম