Logo
Logo
×

জাতীয়

বেওয়ারিশ রোগীদের সহায়তায় ‘জান্নাতের খোঁজে’ প্রজেক্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৮ পিএম

বেওয়ারিশ রোগীদের সহায়তায় ‘জান্নাতের খোঁজে’ প্রজেক্ট

ছবি: সংগৃহীত

বেওয়ারিশ লাশের কথা সমাজের মানুষ জানলেও কেউ জানেনা বেওয়ারিশ রোগীর কথা। ঢাকা শহরে অলিগলিতে পড়ে থাকে শত শত বেওয়ারিশ রোগী। 

মুমূর্ষু অবস্থায়ও যাদের ভাগ্যে জোটে না একটি নাপা বা প্যারাসিটামল কিনে খাওয়ার তৌফিক। এসব রোগীর অধিকাংশই কর্মহীন। জানে না তাদের ঠিকানা। 

বংশপরম্পরায় বসবাস করে আসছে বস্তিতে অথবা কোনো অলিগলিতে। এসব অসহায় রোগীদের খুঁজে খুঁজে চিকিৎসাসেবার ব্যবস্থা করে যাচ্ছেন নওমুসলিম মোহাম্মদ রাজ।

তিনি একাধারে দেশের অন্যতম সেবামূলক ফাউন্ডেশন সৃষ্টির সেবা সংস্থার সহ-সভাপতি ও দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনরে কেন্দ্রীয় রিলিফ কো-অর্ডিনেটর (সেন্ট্রাল রিলিফ-সাব কমিটি)।  

একজন অর্ধমৃত্যু বৃদ্ধা ভিক্ষুককে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলার মাধ্যমে শুরু হয় রাজের জান্নাতের খোঁজে প্রজেক্ট। এ পর্যন্ত এ প্রজেক্টের আওতায় গত এক বছরে ৩৫ জন অসহায়, ভিক্ষুক, ভাসমান মানুষ ও আত্মমর্যাদাসম্পন্ন অসহায় রোগীসহ প্রায় শতাধিক লোককে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। 

সর্বশেষ সুদূর সিলেটের অসহায় কৃষক পরিবারে জন্ম নেওয়া ক্যান্সারের আক্রান্ত ১০ মাসের বাচ্চা হাবিবকে দিচ্ছেন দীর্ঘমেয়াদি ব্যয়বহুল চিকিৎসা সহায়তা।

বিধবা নারী, নওমুসলিম, হিজড়া, বেদে ও উপজাতিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে তিনি চালিয়ে যাচ্ছেন তার সেবার কাজ। 

দেশের বৃত্তশালীরা এগিয়ে এলে তার কাজের পরিধি বাড়ানো সম্ভব বলে তিনি জানান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ফান্ড সংগ্রহ করে সেবার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম