Logo
Logo
×

জাতীয়

ভাইরাল হওয়া সেই উজি পিস্তল নিয়ে জবানবন্দিতে যা বললেন মডেল পিয়াসা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ০২:৪৯ পিএম

ভাইরাল হওয়া সেই উজি পিস্তল নিয়ে জবানবন্দিতে যা বললেন মডেল পিয়াসা

ছবি: সংগৃহীত

উজি পিস্তল হাতে  নিয়ে মডেল ফারিয়া মাহবুব পিয়াসার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এ বিষয়ে বৃহস্পতিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দেন এই মডেল।

অত্যাধুনিক এই অস্ত্রটি পিয়াসার নিজের নয়। অস্ত্রটি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর।  তার অফিসে বসেই অস্ত্রহাতে এই ছবিটি তোলেন পিয়াসা।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন দিনের পুলিশ রিমান্ড শেষে পিয়াসা জবানবন্দির একটি অংশে উল্লেখ করেন যে, অস্ত্র হাতে তার একটি ছবি ভাইরাল হয়। অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির তার অফিসে দেখিয়েছিলেন। তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং অস্ত্রটি হাতে নিলে ছবি তুললে সেটি ভাইরাল হয়। 

পিয়াসার ধারণা ছবিটি তার শ্বশুর ভাইরাল করেছে।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম