Logo
Logo
×

জাতীয়

সারা দেশে শীত বাড়বে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৩:১২ পিএম

সারা দেশে শীত বাড়বে

ফাইল ছবি

সারাদেশে বাড়বে শীত এবং এটি অব্যাহত থাকতে পারে। আগামী তিন দিনে আবহাওয়া একইরকম থাকবে। এর উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই।

বৃহস্পতিবার রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা ও নওগাঁ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস এমন খবর দিয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।-খবর বাসস

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি দেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৩ মিনিটে।

এদিকে, সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম