Logo
Logo
×

জাতীয়

কুয়েতের আমিরের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে দেশে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ১১:০৫ এএম

কুয়েতের আমিরের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে দেশে

ফাইল ছবি

কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে এ শোক পালন করা হবে।

বুধবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহের ইন্তেকালে বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শোক উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া বৃহস্পতিবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ ৯১ বছর বয়সে গত মঙ্গলবার মারা যান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম