Logo
Logo
×

জাতীয়

দুই মন্ত্রণালয়ে নতুন সচিব

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৮ পিএম

দুই মন্ত্রণালয়ে নতুন সচিব

দুই মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মামুন-আল-রশীদকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
 
অপর আদেশে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব (আইএমডি) করা হয়েছে।

৪২তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী প্রদীপ চক্রবর্তী বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা।

নেত্রকোনার শহীদ বুদ্ধিজীবী কামিনী কুমার চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র প্রদীপ চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম