সুপ্রিমকোর্ট বার: তলবি সভার আহ্বান ৩১ আইনজীবীর
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০১:১৮ পিএম
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল, বাজেট প্রণয়ন না করে সমিতির ফান্ডের টাকা ইচ্ছামাফিক ব্যয় করা, কর্মচারীদের বিনানোটিশে ছাঁটাইসহ নানা অভিযোগে তলবি সভার আহ্বান করা হয়েছে।
সমিতির ৩১ আইনজীবী মঙ্গলবার লিখিতভাবে এ সভার আহ্বান জানান।
সমিতির সভাপতি, সম্পাদক বরাবর লিখিত আবেদনে বলা হয়, সমিতির গঠনতন্ত্রের ৫০ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন করে অবৈধ প্রক্রিয়ায় ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির ক্ষমতা দখল করা হয়েছে, যা অবৈধ।
এ ছাড়া সমিতির গঠনতন্ত্রের ৪৯(ক) অনুচ্ছেদ বলে যথাসময়ে বাজেট প্রণয়ন না করে সমিতির ফান্ডের টাকা উত্তোলন করে খরচ করা হয়েছে, যা অবৈধ ও আত্মসাতের শামিল।
এদিকে ভবন পরিষ্কারের জন্য অসংখ্য নিয়মিত ক্লিনারদের করোনার এই দুঃসময়ে বিনানোটিশে চাকরিচ্যুত করা হয়েছে, যা অমানবিক।
এতে আরও বলা হয়, আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ১৭(৩)(ক) অনুচ্ছেদ মোতাবেক তলবি সভা আহ্বান করার নিয়ম রয়েছে।