Logo
Logo
×

জাতীয়

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের চেহলাম অনুষ্ঠিত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০৪:৩০ পিএম

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের চেহলাম অনুষ্ঠিত

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চেহলাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ জোহর সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে যমুনা ফিউচার পার্কের মোগল কনভেনশন হলে এই চেহলাম অনুষ্ঠিত হয়।

এতে পরিবারের সদস্য, স্বজন, প্রতিষ্ঠানের সহকর্মী, ঘনিষ্ঠ বন্ধু এবং গুণগ্রাহীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন যমুনা ফিউচার পার্ক জামে মসজিদের খতিব মাওলানা ইয়াকুব শরীফ। এরপর কোরআন ও হাদিসের আলোকে আখিরাতে মুক্তি লাভ ও নুরুল ইসলামের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মহাখালীর গাউসুল আজম জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান।

পরে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

চেহলাম অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, যমুনা গ্রুপের পরিচালক এসএম আবদুল ওয়াদুদ, কামরুল ইসলাম ও জাকির হোসেনসহ নিকটাত্মীয়রা অংশ নেন। 

এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, যুগান্তরের উপসম্পাদক আহমেদ দীপু, এহসানুল হক, যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, যুগান্তরের ফিচার সম্পাদক রফিকুল হক দাদুভাই, সিটি এডিটর বিএম জাহাঙ্গীর, প্রধান প্রতিবেদক মাসুদ করিম, যুগ্ম বার্তা সম্পাদক হোসেন শহীদ মজনুসহ যুগান্তর ও যমুনা টেলিভিশনের সাংবাদিক ও কর্মকর্তারা ও কর্মচারীবৃন্দ।

এর আগে চেহলাম উপলক্ষে দৈনিক যুগান্তর কার্যালয়ে সকাল থেকে জোহরের আগ পর্যন্ত কোরআন খতম এবং দোয়া অনুষ্ঠিত হয়।

নুরুল ইসলাম গত ১৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

পরদিন ১৪ জুলাই রাষ্ট্রীয় সম্মাননায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আপসহীন এই যোদ্ধা। তার মৃত্যুতে দেশের ব্যবসাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম