স্বল্প পরিসরে বঙ্গবন্ধুকে বিশ্লেষণ করা সম্ভব নয়: রেলমন্ত্রী
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ১০:১৪ পিএম
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু। স্বল্প পরিসরে বঙ্গবন্ধুকে বিশ্লেষণ করা সম্ভব নয়। অবিভক্ত ভারতে ছোটবেলায় বঙ্গবন্ধুর রাজনীতি, তার বেড়ে ওঠার গল্প ছিল খুবই চমৎকার।
রোববার বিকালে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে রেল ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে রেলমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালিদের মধ্যে নয় বরং সমগ্র বিশ্বের মধ্যে নাম কুড়িয়েছিলেন। তার কর্মকাণ্ডের কারণে খেলার সাথীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। তিনি একজন মানবিকতা, সততা, ন্যায়পরায়ণতাসম্পন্ন মানুষ ছিলেন। তার মধ্যে সব মানবিক গুণাবলী ছিল।
রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুদূরপ্রসারি লক্ষ্য ছিল। তার রাজনৈতিক দর্শন ছিল গরিব-দুঃখী মেহনতী মানুষের মুখে হাসি ফুটানো। বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করেছিলেন- যার লক্ষ্য ছিল বৈষম্যহীন শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। শোষণের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে সমগ্র বাঙালিকে উদ্বুদ্ধ করেছিলেন, স্বাধীন বাংলা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছিলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য '৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন স্বাধীনতার পর প্রত্যেকটি ক্ষেত্রে দেশ পুনর্গঠনে কাজে হাত দিয়েছিলেন তখনই তাকে হত্যা করা হয়।
রেলমন্ত্রী উল্লেখ করেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত জাতি গঠন করে পৃথিবীর বুকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে; কিন্তু তাকে সে সুযোগ দেয়া হয়নি।
তিনি রেলের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানান- বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে রেলকে এগিয়ে নিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম রেজা । এছাড়া বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরসহ অন্যরা বঙ্গবন্ধুর ওপর তাদের বক্তব্য উপস্থাপন করেন।